সম্প্রতি অনেক ভোক্তা হঠাৎ করে বিদ্যুৎ বিল বেড়ে যাওয়ার অভিযোগ করছেন। তবে বিশেষজ্ঞরা বলছেন, শুধু বেশি ইউনিট ব্যবহার বা ট্যারিফ বৃদ্ধিই নয় অতিরিক্ত বিলের পেছনে ঘরের ভুল বৈদ্যুতিক সংযোগও বড় কারণ হতে পারে। বিশেষ করে ‘আর্থিং তার’ বা গ্রাউন্ডিং লাইন সঠিকভাবে না বসানো থাকলে বিদ্যুৎ বিল অস্বাভাবিকভাবে বেড়ে যেতে পারে। বিদ্যুৎ ও বৈদ্যুতিক নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, অনেক বাড়িতে ভুলভাবে আর্থিং তার সরাসরি মেইন সুইচের নিউট্রাল লাইনের সঙ্গে যুক্ত করা হয়। এই ভুল সংযোগে সার্কিটে একটি অনাবশ্যক ‘কারেন্ট লুপ’ তৈরি হয়, যা মিটারে অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহারের হিসাব দেখায়। ফলে প্রকৃত ব্যবহার কম হলেও বিল আসে অনেক বেশি। কেন বাড়ে বিল:এই ভুল সংযোগের কারণে ঘরের ইলেকট্রনিক যন্ত্রপাতি বন্ধ থাকলেও কিছু পরিমাণ কারেন্ট সবসময় চলাচল করে। এই অদৃশ্য কারেন্ট অপচয় মিটার ধরে ফেলে,...