সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে লেবেল প্লেয়িং ফিল্ড নেই বলে অভিযোগ করেছেন বিশ্ববিদ্যালয়টির শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। রোববার (১৯ অক্টোবর) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব কার্যালয়ে সংবাদ সম্মেলনে শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাঈম সরকার এ অভিযোগ করেন। এ সময় শাখা ছাত্রদলের সভাপতি রাহাত জামান, সহ সভাপতি উসামা ইব্রাহিম ও মাহির আসিফ, দপ্তর সম্পাদক শামসুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেন, বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট একটা ছাত্রসংগঠন বিশ্ববিদ্যালয়ের তহবিল থেকে অর্থ নিয়ে তাদের সাংগঠনিক কার্যক্রম চালাচ্ছে। যে প্রশাসন আবাসিক হলে সিট বরাদ্দে ন্যায্যতা নিশ্চিত করতে পারে না, তারা কিভাবে সবার কাছে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করবে? সময়োপযোগী প্রস্তুতি ও সমান সুযোগ নিশ্চিত না করে কখনো সুষ্ঠু নির্বাচন আয়োজন করা সম্ভব নয়। তিনি বলেন, সবার আগে প্রশাসনকে ক্যাম্পাসে লেবেল...