পাকিস্তান আর আফগানিস্তানের মধ্যকার সামরিক উত্তেজনা ছড়িয়েছে ক্রিকেট মাঠেও। গতকাল শনিবার (১৮ অক্টোবর) পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানের তিন স্থানীয় ক্রিকেটার নিহত হয়। এ ঘটনার প্রতিবাদ জানিয়েছেন আফগান ক্রিকেটার রশিদ খান-মোহাম্মদ নবীরা। আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) তাৎক্ষণিক পদক্ষেপ হিসেবে আগামী মাসে পাকিস্তানে অনুষ্ঠেয় ত্রিদেশীয় সিরিজ বর্জন করেছে। এ সিরিজে শ্রীলঙ্কারও অংশে নেওয়ার কথা ছিল। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের পরিচিত মুখ রশিদ খান। বিশ্বের বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে দেখা যায় তাকে। খেলেছেন পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল লাহোর কালান্দার্সের হয়েও। দলটির নাম নিজের এক্স হ্যান্ডেলেও লিখে রেখেছিলেন তিনি। এবার পাকিস্তানের হামলার প্রতিবাদ জানাতে নিজের এক্স হ্যান্ডেল থেকে লাহোর কালান্দার্সের নাম মুছে দিলেন রশিদ। এর আগে পাকিস্তানের হামলাকে ‘বর্বর’ আখ্যা দিয়ে এক্স হ্যান্ডেলে পোস্টে দিয়েছিলেন রশিদ। এতে তিনি লেখেন, ‘পাকিস্তানের বিমান হামলায় নারী, শিশু...