শাহজালালের ইতিহাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে নানা সন্দেহের ডালপালা মেলেছে। ঘুরপাক খাচ্ছে বিশ্বাস, অবিশ্বাস আর সন্দেহ। কেউ বলছেন দুর্ঘটনা আর কেউ বলছেন নাশকতা। আবার কেউ কেউ বলছেন পূর্ব পরিকল্পিত। তবে ঘটনা যাই হোক শাহজালালের ইতিহাসে এ রকম ভয়াবহ ঘটনা যে আগে কখনওই ঘটেনি সেটির বিষয়ে একমত সবাই। এত বিশাল অঙ্কের ক্ষয়ক্ষতিতে স্তব্ধ ব্যবসায়ী থেকে শুরু করে সবাই। সরেজমিন পরিদর্শনে নানা লোকজনের সঙ্গে কথা বলে এমন চিত্রই পাওয়া গেছে। তবে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, গ্রাউন্ড হ্যান্ডলিং সার্ভিস পরিচালনাকারী বাংলাদেশ বিমানসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা দুর্ঘটনার বাইরে অন্য কিছু ভাবছেন না। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে তদন্ত কমিটি, মন্ত্রণালয়ের তদন্ত কমিটি, গোয়েন্দা কর্মকর্তাদের অনুসন্ধানের আগে নাশকতার বিষয়টি তারা উহ্য রাখতে চান। তবে তদন্ত বা অনুসন্ধানে যদি ওই ধরনের কোনও কিছু পাওয়া যায়...