ভারতের হয়ে এখন আর টি-টোয়েন্টি বা টেস্ট, কিছুই খেলেন না বিরাট কোহলি। তার আন্তর্জাতিক ক্রিকেটার পরিচয় টিকে আছে কেবল ওয়ানডেতেই। ভারত লম্বা সময় পর ওয়ানডেতে ফিরেছে। তাই বিরাটেরও মাঠে ফিরতে লাগল সময়। সময়ের হিসেবে ২২৪ দিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেন সময়ের অন্যতম সেরা এই ব্যাটসম্যান। আন্তর্জাতিক ওয়ানডেতে পঞ্চাশ সেঞ্চুরির মালিক অস্ট্রেলিয়ার পার্থে ফিরেছেন লম্বা বিরতির পর।আরো পড়ুন:বৃষ্টির দাপটের পর ভারতকে সহজেই হারাল অস্ট্রেলিয়াস্পিন দূর্গে জয়ের ছবি আঁকল বাংলাদেশ নিশ্চিতভাবেই তার ব্যাটের দিকেই তাকিয়ে ছিল সবাই। কিন্তু ২২ গজে বিরাট পারেননি নিজেকে মেলে ধরতে। ৮ বল খেলে কোনো রান করতে পারেননি। স্টার্কের বলে পয়েন্টে ক্যাচ দিয়ে ফেরেন সাজঘরে। তবে ম্যাচের আগে বিরাট জানিয়েছেন, এখন আগের থেকেও অনেক বেশি ফিট তিনি। ‘ফক্স স্পোর্টস’-এ অ্যাডাম গিলক্রিস্ট ও রবি শাস্ত্রীর সঙ্গে কথা বলেন বিরাট।...