চোখকে বলা হয় ‘শরীরের জানালা’। চিকিৎসাবিজ্ঞান বলছে, শরীরের অভ্যন্তরীণ নানা সমস্যা বা পুষ্টিহীনতার প্রভাব অনেক সময় চোখেই আগে ফুটে ওঠে। চোখের রঙ, আকার কিংবা পাতা– এই ছোট ছোট পরিবর্তনগুলো কেবল সৌন্দর্যের বিষয় নয়; বরং শরীরের ভেতরের গুরুতর বার্তা বহন করতে পারে। প্রাথমিক পর্যায়ে এসব পরিবর্তন চিহ্নিত করা গেলে বড় ধরনের জটিলতা এড়ানো সম্ভব। নিচে এমন পাঁচটি চোখের উপসর্গ নিয়ে আলোচনা করা হলো, যেগুলো দেহের ভেতরের স্বাস্থ্য সমস্যার ইঙ্গিত দিতে পারে। তবে মনে রাখতে হবে, এসব উপসর্গের উপস্থিতি মানেই কোনো নির্দিষ্ট রোগের নিশ্চয়তা নয়। জিনগত কারণ বা পরিবেশগত প্রভাবেও এ ধরনের লক্ষণ দেখা দিতে পারে। তাই কোনো পরিবর্তন চোখে পড়লে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। চোখ হলুদ হয়ে যাওয়া: লিভারের সমস্যা হতে পারে ইঙ্গিতচোখের সাদা অংশ বা স্ক্লেরায় হলুদাভ রঙ দেখা...