জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. জোবায়েদ হোসেনের রহস্যজনক মৃত্যুর বিচারের দাবিতে বিক্ষোভ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রবিবার (১৯ অক্টোবর) রাত ৮টার দিকে রাজধানীর আরমানিটোলার মাহুতটুলিতে নুর বক্স লেনের ১৫ নম্বর বাড়ির সামনে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এসময় শিক্ষার্থীরা স্লোগান দেন— ‘প্রশাসনের দালালেরা, হুশিয়ার সাবধান’, ‘আমার ভাই মৃত কেনো, প্রশাসন জবাব চাই’, ‘জাস্টিস, জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী দৈনিক জনকণ্ঠকে বলেন, “জোবায়েদ আমাদের সহযোদ্ধা ছিলেন। তাকে ছোরা দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। আমরা...