সাভারে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) এক ছাত্রীকে (২৫) ধর্ষণের অভিযোগে করা মামলায় ধর্ষকের সহযোগী মিঠু বিশ্বাসকে (৩৫) জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে রবিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগ এ আদেশ দেন। এদিন তাকে আদালতে হাজির করা হয়। সাভার থানা পুলিশের উপ-পরিদর্শক মো. আব্দুল ওয়াহাব সাত দিনের রিমান্ড আবেদন করেন। আবেদনে তিনি বলেন, ‘এ আসামি ধর্ষণের সহায়তা করেন। তাকে অন্য আসামিদের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করলে সে এড়িয়ে যায়। তাকে জিজ্ঞাসাবাদ করলে অন্যদের ধরা যাবে। ধরতে না পারলে এলাকায় ধর্মীয় বিশৃঙ্খলা সৃষ্টি হবে। সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিদের ৭ দিনের জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।’ আসামিপক্ষের আইনজীবী ফরিদ উদ্দিন রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদনে করেন। শুনানিতে তিনি বলেন, ‘মাননীয় আদালত মামলাটা দেখবেন, ফরোয়ার্ডিংটা দেখবেন। মামলার...