জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, বর্তমান নির্বাচন কমিশন (ইসি) চার ভাগে বিভক্ত। তিনি বলেন, “ইসি চার ভাগ হয়ে রয়েছে; এর এক ভাগ নিয়ে গেছে আর্মি; বাকি তিন ভাগকে দলগুলো ভাগ করে নিয়েছে। মাঠ পর্যায়ের প্রিজাইডিং অফিসারও আওয়ামী লীগের লোক, পুলিশেও কোনো পরিবর্তন নেই; ব্যবসায়ীদের কোনো নিরাপত্তা নেই। এমন পরিস্থিতিতে ফেব্রুয়ারিতে কীভাবে নির্বাচন হবে, তা আমাদের প্রশ্ন।” রোববার নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এনসিপির প্রতিনিধি দল। শাপলা প্রতীক বরাদ্দ দেওয়া সম্ভব না হওয়ায় তালিকা থেকে বিকল্প প্রতীক বাছাইয়ের শেষ সময় ছিল এদিন। নির্ধারিত সময়ে এনসিপি প্রতিনিধি দল লিখিত জবাব দিয়ে অনড় অবস্থান তুলে ধরেন। পাটওয়ারী বলেন, “গ্রহণযোগ্য নির্বাচনের জন্য গ্রহণযোগ্য ভোটার তালিকা থাকতে হবে, নিবন্ধন গ্রহণযোগ্য হতে হবে, দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠান হতে...