নতুন ধরনের পারমাণবিক রিঅ্যাক্টর তৈরির পরিকল্পনা করেছে অ্যামাজন। সেই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রে তৈরি হতে যাওয়া ছোট আকারের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রগুলোর মধ্যে একটির নকশা প্রকাশ করেছে অ্যামাজন। কোম্পানিটির এআই ও ক্লাউড সেবার জন্য প্রচুর বিদ্যুৎ দরকার। এই চাহিদা পূরণে পরিবেশবান্ধব শক্তির উৎস হিসেবে পারমাণবিক শক্তিতে বিনিয়োগ করছে মার্কিন ই কমার্স জায়ান্টটি। গত বছর পারমাণবিক শক্তি প্রকল্প নির্মাণে সহযোগিতার জন্য চুক্তির পর এখন অ্যামাজন বলেছে, ওয়াশিংটন অঙ্গরাজ্যের রিচল্যান্ড শহরে ছোট আকারের একটি পারমাণবিক চুল্লি বা মডিউলার নিউক্লিয়ার রিঅ্যাক্টর বানাবে তারা। অ্যামাজন এ প্রকল্পে ওয়াশিংটন অঙ্গরাজ্যের বিদ্যুৎ সংস্থা ‘এনার্জি নর্থওয়েস্ট’ ও ‘এসএমআর’-এর নির্মাতা ‘এক্স-এনার্জি’র সঙ্গে মিলে ‘ক্যাসকেড অ্যাডভান্সড এনার্জি ফ্যাসিলিটি’ নামের বিদ্যুৎকেন্দ্র গড়ে তুলছে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি বিষয়ক সাইট এনগ্যাজেট। এ মডিউলার রিঅ্যাক্টর সাধারণ পারমাণবিক চুল্লির তুলনায় আকারে ছোট হলেও এতে এমন নকশা রয়েছে,...