শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় সিলেটের কনসার্টে গান করতে পারেনি ব্যান্ড ‘আর্টসেল’; সেজন্য ভক্তদের কাছে দুঃখপ্রকাশ করে একটি বার্তা দিয়েছে তারা। আর্টসেল বলেছে, “আমরা আমাদের ইন্সট্রুমেন্টসহ গতকাল (শনিবার) শেষ মুহূর্ত পর্যন্ত ঢাকা এয়ারপোর্টে ছিলাম–আশা নিয়ে যে কোনো সময় হয়তো ডাক আসবে। ওদিকে তোমরা অপেক্ষা করছিলে ভালবাসা নিয়ে। তবু কাল দেখা হল না।” শনিবার দুপুর সোয়া ২টার দিকে বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আসে প্রায় সাত ঘণ্টা পর; রাত সোয়া ৯টার দিকে। এ সময় দেশের প্রধান এই বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ থাকে। আর্টসেল বিজ্ঞপ্তিতে বলেছে, “এই ভয়াবহ ঘটনায় সকল ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যায়, পরে রাত ৯টার পরে কিছু ফ্লাইট চালু হলেও আমাদের নির্ধারিত ফ্লাইটটি শেষ পর্যন্ত বাতিল হয়ে যায়। সিলেটের কনসার্টের জন্য আমরা আর্টসেল দারুণভাবে প্রস্তুতি...