নিজস্ব প্রতিবেদক: বিদেশে পড়াশোনা, ব্যবসায়িক সফর কিংবা স্বপ্নের ছুটির পরিকল্পনা—সব কিছুই নষ্ট হয়ে যেতে পারে একবারের ভিসা প্রত্যাখ্যানে। অনেক সময় সামান্য ভুল বা অসতর্কতাই ভিসা বাতিলের কারণ হয়ে দাঁড়ায়। বিশেষজ্ঞদের মতে, ভিসা প্রত্যাখ্যানের বেশ কিছু সাধারণ কারণ রয়েছে, যেগুলো আগে থেকে জানা থাকলে সহজেই এড়ানো সম্ভব। ভিসা বাতিলের সবচেয়ে প্রচলিত কারণ হলো নথিপত্রে ভুল বা ঘাটতি। অনেক সময় আবেদনপত্রে তথ্যের অসঙ্গতি, ভুল তারিখ, অনুপস্থিত স্বাক্ষর কিংবা হারিয়ে যাওয়া কোনো কাগজ পুরো আবেদনকেই ঝুঁকির মুখে ফেলে। সমাধান:সব ফর্ম ও সহায়ক নথি জমা দেওয়ার আগে ভালোভাবে যাচাই করে নিন। ভিসা অফিসের অফিসিয়াল চেকলিস্ট অনুসরণ করুন। যদি আবেদন বাতিল হয়, ভুলগুলো সংশোধন করে পুনরায় আবেদন করুন। ভিসা অফিসাররা দেখতে চান আবেদনকারী বিদেশে অবস্থানের সময় নিজের খরচ বহন করতে পারবেন কি না। ব্যাংক স্টেটমেন্টে...