নাসুমকে একাদশে ফেরানোয় ওয়েস্ট ইন্ডিজ সিরিজে বাংলাদেশ দলের সদস্যসংখ্যা ১৭ জন। আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক মিডিয়া বিজ্ঞপ্তিতে নাসুমের একাদশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছে। বাংলাদেশের জার্সি গায়ে নাসুমের অভিষেক হয় ২০২১ সালে। দলে সুযোগ পেয়ে নিজেকে প্রমাণ করেছেন অনেকবার। দলের হয়ে খেলেছেন ৬২টি ম্যাচ। ৬২ ম্যাচের মধ্যে ৪৪টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। নিয়েছেন মোট ৪৬টি উইকেট। ওয়ানডে ফরম্যাটে খেলেছেন ১৮টি ম্যাচ, ৪.৪৮ ইকোনমিতে নিয়েছেন ১৬টি উইকেট। সিরিজের মাঝপথে নাসুমের যোগ হওয়া দলের জন্য ইতিবাচক ফল বয়ে আনবে বলে আশা করা যায়।নাসুমযোগ দেওয়ায় আরও শক্তিশালী হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের স্পিন ইউনিট। নাসুমের সঙ্গে স্পিন ইউনিটে আছেন আরেক বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম। দুই বাঁহাতি স্পিনারের সঙ্গে থাকছেন মেহেদী হাসান মিরাজ ও লেগ স্পিনার রিশাদ হোসেন। এছাড়াও প্রয়োজনে স্পিনার হিসেবে ব্যবহার করা...