সরকারে গেলে দেশের কোনো সরকারি অর্থ লুটপাট বা বিদেশে পাচার হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম। রবিবার (১৯ অক্টোবর) বিকেলে লক্ষ্মীপুরের রামগঞ্জে ইসলামী আন্দোলনের নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রতিশ্রুতি দেন। রামগঞ্জের জিয়া অডিটরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি ডা. রফিকুল ইসলামের সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান অনুষ্ঠান সঞ্চালনা করেন। ফয়জুল করীম বলেন, “জনগণ যাদের মাধ্যমে জান-মালের নিরাপত্তা পাবে, তাদেরই ভোট দেবে। হিন্দু নাগরিকরাও যেখানে নিরাপদ মনে করবে, সেখানেই ভোট দেবে। ইসলামী আন্দোলন ক্ষমতায় এলে দেশের প্রত্যেক নাগরিকের জান-মালের নিরাপত্তার গ্যারান্টি দেওয়া হবে।” তিনি আরও বলেন, “রাস্তাঘাট তৈরি করা কোনো সংসদ সদস্যের আসল দায়িত্ব নয়। এমপির কাজ হলো রাষ্ট্র কেমনভাবে পরিচালিত...