জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) জুবায়েদ হোসেন নামে এক ছাত্রদল নেতা ছুরিকাঘাতে নিহত হয়েছেন। তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। পুরান ঢাকার আরমানিটোলার পানির পাম্প গলিতে যে বাসায় প্রাইভেট পড়াতেন ওই বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম। তিনি বলেন, জুবায়েদ হোসাইন ছুরিকাঘাতে নিহত হয়েছেন। এখনো মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি, আমরা তদন্ত করছি। নিহত শিক্ষার্থী পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের। গ্রামের বাড়ি কুমিল্লা। তিনি কুমিল্লা জেলা ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়...