অক্টোবরের ফিফা উইন্ডোতে জাতীয় দলের হয়ে দুর্দান্ত পারফর্ম করেছিলেন হামজা চৌধুরী ও শমিত সোম। হংকংয়ের বিপক্ষে দুই ম্যাচেই খেলার গতি পরিবর্তন করে দিতে দুর্দান্ত ভুমিকা রেখেছিলেন এই দুজন। প্রথম ম্যাচে লাল-সবুজের জার্সিতে প্রথম গোলও পান শমিত। একই ম্যাচে ফ্রি-কিক থেকে দারুণ এক গোল করেন হামজা। আন্তর্জাতিক ব্যস্ততা শেষ করে দুজনই ফিরে গেছেন ক্লাব ফুটবলের লড়াইয়ে। শনিবার (১৮ অক্টোবর) দিনগত রাতে মাঠে নেমেছিলেন বাংলাদেশের ফুটবলের এই দুই পোস্টারবয়। ইংলিশ চ্যাম্পিয়নশিপে পোর্টসমাউথের বিপক্ষে মাঠে নেমেছিল হামজার লেস্টার সিটি। আর কানাডিয়ান প্রিমিয়ার লিগে ভ্যানকুবারের বিপক্ষে মাঠে নেমেছিলে শমিতের ক্যাভালরি এফসি। কেমন করেছেন বাংলাদেশি দুই তারকা? ম্যাচের ফলাফল অবশ্য খুব একটা ভালো হয়নি দুজনেরই। লেস্টার ড্র করেছে ১-১ ব্যবধানে। আর ক্যাভালরি ড্র করেছে ২-২ ব্যবধানে। তবে ব্যক্তিগত পারফরম্যান্সে বেশ ভালো করেছেন হামজা-শমিত। লেস্টারের শুরুর...