বাংলাদেশ ফুটবল লিগের গত মৌসুমের চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব আর রানার্সআপ আবাহনী লিমিটেড। দুই দলেরই নতুন মৌসুমের শুরুটা হয়েছে হতাশায়। প্রায় ২২ দিন বিরতি দিয়ে আজ রোববার (১৯ অক্টোবর) মাঠে গড়ায় বাংলাদেশ ফুটবল লিগ (বিএফএল)। সেখানে ঐতিহ্যবাহী দুই দলই পয়েন্ট হারিয়েছে। দ্বিতীয় রাউন্ডের ম্যাচে পুলিশ এফসির সঙ্গে ১-১ গোলের ড্র করেছে মোহামেডান। আর আবাহনী ২-১ গোলে হেরেছে ব্রাদার্স ইউনিয়নের কাছে। এর আগে প্রথম রাউন্ডেও জয় পায়নি চ্যাম্পিয়ন আর রানার্সআপরা। ফর্টিস এফসির কাছে ২-০ গোলে হেরেছিল মোহামেডান, রহমতগঞ্জের সঙ্গে ড্র করেছিল আবাহনী। মোহামেডান আর পুলিশের ম্যাচ ছিল গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে। সেখানে ম্যাচের শুরুর দিকেই এগিয়ে যায় বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান। ১৯ মিনিটে রহিম উদ্দিনের গোলে লিগ পায় সাদাকালোরা। কিন্তু সেটি বেশি সময় ধরে রাখতে পারেনি তারা। দ্বিতীয়ার্ধে মাঠে ফিরেই সমতা ফেরায়...