পঞ্চাশ ওভারের ম্যাচ। অথচ বৃষ্টির দাপটে ম্যাচের দৈর্ঘ্য নেমে আসল ২৬ ওভারে। বারবার বৃষ্টির বাধাঁয় বন্ধ হওয়া ম্যাচের উত্তেজনা তাতেই কমে আসে। ছন্দ হারানোয় সমীকরণও হতে থাকে ওলটপালট। তবুও ২২ গজে লড়াই হলো। তাতে ভারতকে অনায়েসে হারিয়ে ওয়ানডে সিরিজের শুরুটা দারুণ করলো অস্ট্রেলিয়া।আরো পড়ুন:স্পিন দূর্গে জয়ের ছবি আঁকল বাংলাদেশরিশাদের ৬ উইকেটে বাংলাদেশের বিশাল জয় বৃষ্টিবিঘ্নিত প্রথম ওয়ানডেতে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ৭ উইকেটে জিতেছে অস্ট্রেলিয়া। পার্থে আগে ব্যাটিংয়ে নেমে ভারত ৯ উইকেটে ১৩৬ রান করে। বৃষ্টি আইনে অস্ট্রেলিয়া ১৩১ রানের টার্গেট পায়। সেই লক্ষ্য ২১.১ ওভারে ৭ উইকেট হাতে রেখে ছুঁয়ে ফেলে ওয়ানডে ক্রিকেটের বিশ্ব চ্যাম্পিয়নরা। রান তাড়ায় অস্ট্রেলিয়া শুরুতে একটু বিপদে পড়েছিল। দ্বিতীয় ওভারে ট্রাভিস হেড (৮) ফেরেন আর্শদীপের সিংয়ের বলে। এরপর আরও ২ উইকেট হারায় তারা। ম্যাথু শর্ট (৮) ও...