৯৭ থেকে বাঁহাতি স্পিনার শ্রী চারানিকে বেরিয়ে এসে খেলার চেষ্টায় ঠিকমতো খেলতে পারলেন না হিদার নাইট। তার ব্যাটের কানায় লেগে যাওয়া বল ঝাঁপিয়ে পড়ে গ্লাভসে জমাতে পারলেন না উইকেটকিপার। শেষ মুহূর্তে ডাইভ দিয়ে বাউন্ডারি বাঁচাতে পারলেন না ফিল্ডারও। মাইলফলকের উপলক্ষ দারুণ সেঞ্চুরিতে রাঙালেন ইল্যান্ডের বিশ্বকাপ জয়ী অধিনায়ক। উইমেন’স ওয়ানডে বিশ্বকাপে রোববার ভারতের বিপক্ষে ৯১ বলে ১০৯ রানের ইনিংস খেলেন নাইট। ১৫ চার ও এক ছক্কায় গড়া তার ইনিংসটি। আন্তর্জাতিক ক্রিকেটে নাইটের ৩০০তম ম্যাচ এটি। ইংল্যান্ডের তৃতীয় ও বিশ্বের অষ্টম নারী ক্রিকেটার হিসেবে এই মাইলফলক স্পর্শ করলেন তিনি। ম্যাচ শুরুর আগে ৩০০ লেখা বিশেষ জার্সি তার হাতে তুলে দেন সাবেক ইংলিশ ক্রিকেটার ও ধারাভাষ্যকার ইসা গুহা। চার বছরের বেশি সময় পর ওয়ানডে সেঞ্চুরির স্বাদ পেলেন নাইট। এই সংস্করণে ১৫৪ ম্যাচে সব...