ক্যাম্পাসে লেবেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত ছাড়া কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন চায় না শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। রোববার বেলা ১টায় শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাঈম সরকার এ কথা জানান। সংবাদ সম্মেলনে তিনি বলেন, “ক্যাম্পাসে বর্তমানে লেবেল প্লেয়িং ফিল্ড নেই। লেবেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের জন্য আমরা বারবার দাবি জানিয়ে আসছি। চলমান সময়ে আমরা ছোট ছোট কর্মসূচি দিয়ে এগিয়ে যাচ্ছি। “শিক্ষার্থীদের সঙ্গে মেশার সুযোগ তৈরি হচ্ছে। যে সমস্যাগুলো উঠেছে তা সমাধানের মাধ্যমে লেবেল প্লেয়িং ফিল্ড সৃষ্টি হবে।” তিনি বলেন, “যে প্রশাসন আবাসিক হলে সিট বরাদ্দে ন্যায্যতা নিশ্চিত করতে পারে না, তারা কিভাবে সবার কাছে গ্রহণযোগ্য ও নিরেপেক্ষ নির্বাচন আয়োজন করবে? “সময়োপযোগী প্রস্তুতি ও সমান সুযোগ নিশ্চিত না করে কখনো সুষ্ঠু নির্বাচন আয়োজন করা...