চলমান নারী ওয়ানডে বিশ্বকাপে আম্পায়ারিং এর মান নিয়ে সমালোচনার দিন দিন বেড়েই চলেছে। টুর্নামেন্টের প্রথম দুই সপ্তাহেই দেখা গেছে বেশ কিছু বিতর্কিত সিদ্ধান্ত। শুধু আম্পায়ারিং নয়, বিতর্ক দেখা গিয়েছে ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) নিয়েও। মেয়েদের ক্রিকেটে ডিআরএস সীমিতভাবে ব্যবহৃত হওয়ায় বেশিরভাগ আম্পায়ার এ প্রযুক্তি ব্যবহারে অনভ্যস্ত। বাংলাদেশ বনাম ইংল্যান্ড ম্যাচে বিতর্কিত সিদ্ধান্ত :বাংলাদেশ বনাম ইংল্যান্ড এর ম্যাচে ১৭৯ রান তাড়া করতে নেমে ইংলিশ অধিনায়ক হিদার নাইট ব্যক্তিগত ১৩ রানে কাভারে স্বর্ণা আক্তারের হাতে ধরা পড়েন। ধরা পরার পর নাইট প্যাভিলিয়নের দিকে হাঁটা শুরু করেছিলেন, কিন্তু তৃতীয় আম্পায়ার জানান প্রমাণ অকাট্য না হওয়ায় আউট নন নাইট। শেষ পর্যন্ত ৭৯ রান করে দলকে খাদের কিনারা থেকে জয়ের বন্দরে নিয়ে যান নাইট। ভারত বনাম পাকিস্তান ম্যাচে বিতর্কিত সিদ্ধান্ত :ভারত ও পাকিস্তানের ম্যাচে পাকিস্তানের...