ইসরায়েলভিত্তিক সাইবার গোয়েন্দা প্রতিষ্ঠান এনএসও গ্রুপকে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের ওপর গুপ্তচরবৃত্তি ও অননুমোদিত নজরদারি কার্যক্রম থেকে স্থায়ীভাবে নিষিদ্ধ করেছে যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত। শনিবার (১৮ অক্টোবর) স্থানীয় সময় ক্যালিফোর্নিয়ার ফেডারেল বিচারক ফিলিস হ্যামিলটন এই রায় দেন। একইসঙ্গে মেটার মালিকানাধীন হোয়াটসঅ্যাপের দায়ের করা মামলায় এনএসও গ্রুপের ক্ষতিপূরণের অঙ্ক ১৬৭ মিলিয়ন ডলার থেকে কমিয়ে ৪ মিলিয়ন ডলার নির্ধারণ করা হয়েছে। বিচারক রায়ে বলেন, এনএসও গ্রুপের কর্মকাণ্ড হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের ‘গুরুতর ও অনির্বচনীয় ক্ষতির’ মুখে ফেলেছে, যা ব্যক্তিগত গোপনীয়তা ও সাইবার নিরাপত্তার জন্য বড় হুমকি। এনএসও গ্রুপের দাবি, তাদের তৈরি পেগাসাস নামের স্পাইওয়্যার শুধুমাত্র সরকার ও আইন প্রয়োগকারী সংস্থার কাছে বিক্রি করা হয় অপরাধ ও সন্ত্রাসবাদ দমনের উদ্দেশ্যে। তবে হোয়াটসঅ্যাপের অভিযোগ, এই প্রযুক্তি ব্যবহার করে ২০১৯ সালে সাংবাদিক, মানবাধিকারকর্মী এবং সরকারি কর্মকর্তাদের ফোনে অবৈধভাবে অনুপ্রবেশ...