২০০৬ সালের পর থেকে অবহেলায় পড়ে ছিল বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম। মাঝে মাঝে এনসিএল, যুব বিশ্বকাপের কন্ডিশনিং ক্যাম্প কিংবা বাংলা টাইগার্সের অনুশীলন হলেও আন্তর্জাতিক কোনো ইভেন্ট হয়নি সেই মাঠে আর। তবে দীর্ঘ ১৯ বছর পর আক্ষেপ ঘুচতে যাচ্ছে বগুড়াবাসীর। আবারো তারা পেতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ। চলতি মাসেই শহীদ চান্দু স্টেডিয়ামে দুটি আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে। মজার বিষয় দীর্ঘদিন পর বগুড়ার মাটিতে হতে যাওয়া এই খেলা দেখতে টিকিট কাটতে হবে না দর্শকদের। অবশ্য সেটা জাতীয় দলের কোন খেলা নয়। অনুষ্ঠিত হবে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ ও বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের মধ্যকার দুই ওয়ানডে ম্যাচ। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসছে আফগানিস্তানের যুব দল। জানা গেছে আগামীকাল ২০ অক্টোবর বগুড়ার মাটিতে পা রাখবে আফগান অনূর্ধ্ব-১৯ দলের সদস্যরা। সেখানে সপ্তাহখানেকের অনুশীলন শেষে আগামী ২৮...