১৯ অক্টোবর ২০২৫, ০৭:৫৩ পিএম | আপডেট: ১৯ অক্টোবর ২০২৫, ০৭:৫৩ পিএম টেস্ট ও টি-টোয়েন্টি থেকে দুই কিংবদন্তী বিদায় নিয়েছেন আগেই।কলের বিরাট কোহলি ও রোহিত শর্মাকে ভারতীয় জার্সিতে দেখার সুযোগ ছিল কেবল ওয়ান ডে ফরম্যাটে।তোর ওয়ানডে আজকাল খুব বেশি অনুষ্ঠিত না হয় দীর্ঘদিন তাদের দেখা যায়নি আন্তর্জাতিক ক্রিকেটে। সে বিরতি শেষে আজ বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে মাঠে ফিরেছিলেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। তবে তাদের প্রত্যাবর্তনটি সুখকর হয়নি।অজি বোলারদের বোলিং তোপে একজন ফিরেছেন দুই অংকে পৌঁছানোর আগে,অন্যজন খুলতে পারেননি রানের খাতাও। তুই বড় তারকার ব্যর্থতার দিনে ভারত তো হেরেছে বড় ব্যবধানে। বৃষ্টিবিঘ্নিত প্রথম ওয়ানডেতে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে ৭ উইকেটে জিতেছে অস্ট্রেলিয়া। পার্থের অপ্টাস স্টেডিয়ামে এটাই তাদের প্রথম জয়। ২৬ ওভারে ৯ উইকেটে ১৩৬ রান করে ভারত। ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে স্বাগতিকরা পায় ১৩১...