১৯ অক্টোবর ২০২৫, ০৭:৪৪ পিএম | আপডেট: ১৯ অক্টোবর ২০২৫, ০৭:৪৪ পিএম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইতিহাস বিভাগের শিক্ষক নিয়োগ বোর্ড অনুষ্ঠিত হয়েছে গত বুধবার (৮ই অক্টোবর)। এতে নিয়োগ বোর্ডের প্রশ্ন নিয়ে তৈরি হয়েছে আলোচনা-সমালোচনা ও বিতর্ক। লিখিত পরীক্ষায় ইতিহাসের প্রশ্ন না করে বিষয় বহির্ভূত প্রশ্ন করা হয়েছে বলে অভিযোগ পরীক্ষায় অংশ নেওয়া একাধিক প্রার্থীর। একাধিক প্রার্থীর সাথে কথা বলে জানা যায়, ইতিহাস বিভাগের ৫০ নম্বরের ১ঘন্টা লিখিত পরীক্ষায় ৪টি প্রশ্ন করা হয়। চারটি প্রশ্নের তিনটি ইতিহাস বিভাগ থেকে করা হলেও বাকি একটি ইতিহাস বহির্ভূত প্রশ্ন। ইতিহাস বিষয়ের বাইরের একটি প্রশ্ন ও ইতিহাস বিষয়ক একটি প্রশ্নের শব্দবিভ্রাটজনিত কারণে অনেক প্রার্থী ভালোভাবে উত্তর দিতে পারেনি। উদ্দেশ্যপ্রণোদিত বিষয় বহির্ভূত প্রশ্নের পরীক্ষা বাতিল করে নতুনভাবে নিয়োগ পরীক্ষা নেওয়ার দাবি তুলেছেন তারা। খোঁজ নিয়ে জানা...