মেটা পরীক্ষামূলকভাবে ফিচারটি চালু করেছিল চলতি বছরের শুরুতে। এটি অপ্ট-ইন ফিচার অর্থাৎ ব্যবহারকারীরা চাইলে সক্রিয় করতে পারবেন, না চাইলে বন্ধ রাখতে পারবেন। তবে ব্যবহারকারীরা যদি এআই টুলের মাধ্যমে ছবি সম্পাদনা বা শেয়ার করেন তাহলে সেই মিডিয়া মেটার এআই মডেল প্রশিক্ষণের জন্য ব্যবহার করা হতে পারে। মেটার নতুন ফিচারের উদ্দেশ্য হলো ব্যবহারকারীদের ফটো লাইব্রেরিতে থাকা গুরুত্বপূর্ণ ছবিগুলোকে নতুনভাবে উপস্থাপন করা। ব্যবহারকারীর অনুমতি পাওয়ার পর ফেইসবুকের এআই সিস্টেম তাদের ফোনের ছবিগুলো স্ক্যান করে সাজেশন দেবে- যেমন কোনো ভ্রমণের কোলাজ, গ্র্যাজুয়েশন পার্টির রিক্যাপ অথবা কিছু ছবির আকর্ষণীয় এডিট করা সংস্করণ। প্রযুক্তি সাইট এনগ্যাজেট লিখেছে, ফিচারটি মেটার জন্য আরও বেশি এআই ট্রেইনিং ডেটা সংগ্রহের একটি সুযোগ তৈরি করতে পারে। যদিও কোম্পানিটি বলেছে, ব্যবহারকারীর ক্যামেরা রোল থেকে ডেটা ব্যবহার করা হবে না যদি না ব্যবহারকারী...