বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংখ্যানুপাতিক নির্বাচন নিয়ে আন্দোলনকে ‘সুপরিকল্পিত প্রতারণা’ হিসেবে উল্লেখ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার পোস্ট নিয়ে তুমুল প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকে বলছেন, জামায়াতে ইসলামীর বিরুদ্ধে শক্তিশালী অবস্থান নিয়ে নাহিদ ইসলাম এনসিপির পাতাটন আরও শক্তিশালী করেছেন। কেউ কেউ মন্তব্য করেছেন, এতদিন জামায়াতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার কারণে এনসিপি কিছু ‘এজেন্ডা ও ভাষা’ বাস্তবায়ন করেছে। আবার কেউ মনে করছেন, দেরি হলেও জাতীয় নাগরিক পার্টি নিজেদের অবস্থান প্রকাশ করতে পেরেছে। নাহিদ ইসলামের পোস্টের নিচে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সামিনা লুতফা। তিনি লিখেছেন, ‘আপনারা সবকিছুতেই বড় দেরি করছেন। এটা আবার আপনারা পরিকল্পিত কৌশল হিসেবে করছেন না; এটুকু আশা করি। ’ মন্তব্য করেছেন ছাত্রদলসহ একাধিক ছাত্রসংগঠনের নেতারা। ছাত্রদল নেতারা এনসিপির...