বাংলাদেশের ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) এর নির্বাহী সদস্যের পদ থেকে পদত্যাগ করেছেন খালেদ মাসুদ পাইলট। পাইলটের পাঠানো পদত্যাগ পত্র আজ গ্রহণ করেছেন কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন। আজ (রোববার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কোয়াব। কোয়াবের পাঠানো বিজ্ঞপ্তিতে পাইলট বলেছেন, ‘কোয়াবের একজন নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করতে পারা টা সম্মানের ও গর্বের। বিগত সময়ে ভালো কিছু মানুষের সঙ্গে কাজ করার এবং ক্রিকেটের কল্যাণে অবদান রাখার সুযোগ পেয়েছি। আমি সবসময় এই অভিজ্ঞতাকে কৃতজ্ঞতার সঙ্গে স্বরণ করব।’ সম্প্রতি অনুষ্ঠিত হওয়া বিসিবি নির্বাচনে পরিচালক পদে নির্বাচিত হয়েছেন পাইলট। বিসিবির পরিচালক পদে নির্বাচিত হয় কোয়াব থেকে অব্যাহতি নিয়েছেন পাইলট। এ বিষয়ে পাইলট বলেন, ‘আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নির্বাচিত হওয়ায়, উভয় প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও সততা বজায় রাখার জন্য...