সহজ জয় দিয়ে ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করল স্বাগতিক অস্ট্রেলিয়া। আজ সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া বৃষ্টি আইনে ৭ উইকেটে হারিয়েছে ভারতকে। এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অসিরা। পার্থে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে ভারত। নবম ওভারে ২৫ রানে ৩ উইকেট হারায় তারা। সাত মাস পর ওয়ানডে খেলতে নেমে রোহিত শর্মা ৮ ও বিরাট কোহলি শূন্য হাতে সাজঘরে ফিরেন। রোহিত-কোহলির উইকেট ভাগাভাগি করেন অস্ট্রেলিয়ার দুই পেসার জশ হ্যাজেলউড ও মিচেল স্টার্ক। ওয়ানডে অধিনায়ক হিসেবে নিজের প্রথম ম্যাচে ১০ রানে থামেন শুভমান গিল। পেসার ন্যাথান এলিসের শিকার হন গিল। এরপর কয়েক দফার বৃষ্টিতে ম্যাচটি ২৬ ওভারে নির্ধারিত হয়। তবে ব্যাট হাতে জ্বলে উঠতে পারেনি ভারতের ব্যাটাররা। নির্ধারিত ২৬ ওভারে ৯ উইকেটে ১৩৬ রানের...