সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে জামায়াতের ইসলামীর আন্দোলন, পরিকল্পিত রাজনৈতিক প্রতারণা বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। ইংরেজিতে দেওয়া এই পোস্টে নাহিদ ইসলাম লিখেছেন, ‘জামায়াতে ইসলামীর অনুপাতিক প্রতিনিধিত্ব আন্দোলন একটি পরিকল্পিত রাজনৈতিক প্রতারণা ছাড়া আর কিছুই নয়। এর উদ্দেশ্য ঐক্যমত্য কমিশনের সংস্কার প্রক্রিয়া ব্যাহত করা এবং মূল বিষয় থেকে জাতীয় সংলাপের দৃষ্টি ঘোরানো।’ নাহিদ আরও লিখেছেন, মূলত সাংবিধানিক নিরাপত্তা নিশ্চিত করতে আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে উচ্চকক্ষ গঠনের প্রস্তাব আনা হয়েছিল। আমরা মৌলিক সংস্কারের মাধ্যমে একটি আন্দোলন গড়ে তুলতে চেয়েছিলাম যাতে জাতীয় সম্মতির মাধ্যমে জুলাই সনদ একটি আইনি কাঠামো পায়। কিন্তু জামায়াত ও তাদের সঙ্গীরা এই এজেন্ডা দখল করে তাকে পিআর ইস্যুতে সংকুচিত করে স্বার্থ উদ্ধারের হাতিয়ার...