মা হলেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। রবিবার (১৯ অক্টোবর) দিল্লির একটি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন এই অভিনেত্রী। পরিণীতি-রাঘব চাড্ডা দম্পতির এটি প্রথম সন্তান। ইন্ডিয়া টুডে এ খবর প্রকাশ করেছে। আনন্দের এ খবর জানিয়ে ইনস্টাগ্রামে যৌথভাবে একটি পোস্ট দিয়েছেন পরিণীতি-রাঘব চাড্ডা। তাতে বলা হয়েছে—“অবশেষে সে এখানে এসেছে! আমাদের শিশু পুত্র...এবং আমরা আক্ষরিক অর্থেই আগের জীবন মনে করতে পারছি না! কোল পূর্ণ, আমাদের হৃদয় আরো পূর্ণ। প্রথমে আমরা একে অপরের সঙ্গে ছিলাম, এখন আমাদের সবকিছু আছে…। কৃতজ্ঞতার সঙ্গে পরিণীতি এবং রাঘব।”আরো পড়ুন:উত্তপ্ত আসাম: গায়ক জুবিনের মৃত্যু নিয়ে যা বলল সিঙ্গাপুর পুলিশ‘ড্রিম গার্ল’ হেমার রোমাঞ্চকর প্রেমজীবন উত্তপ্ত আসাম: গায়ক জুবিনের মৃত্যু নিয়ে যা বলল সিঙ্গাপুর পুলিশ এরপর থেকে ভক্ত-অনুরাগীদের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকারাও শুভেচ্ছা জানাচ্ছেন এই দম্পতিকে। পরিণীতির সহকর্মীদের মধ্যে রয়েছেন—মণীষ মালহোত্রা, নয়নদ্বীপ...