
বিশেষজ্ঞদের মতে, এর পেছনে রয়েছে কিছু নির্দিষ্ট অর্থনৈতিক ফাঁদ, যা অজান্তেই মানুষকে বারবার একই চক্রে আবদ্ধ করে রাখে। নিচে সেই পাঁচটি ফাঁদ ও সেগুলো থেকে মুক্তির উপায় তুলে ধরা হলো। চাকরিতে পদোন্নতি বা বেতন বাড়লেই অনেকেই প্রথমে গাড়ি বদলান, নতুন বাড়িতে ওঠেন বা দামি গ্যাজেট কেনেন। তাৎক্ষণিকভাবে এটি ভালো লাগলেও দীর্ঘমেয়াদে এই অভ্যাসই হয়ে ওঠে ‘লাইফস্টাইল ইনফ্লেশন’ বা জীবনযাপনের অতিবৃদ্ধি। এভাবে আয় বাড়ার সঙ্গে ব্যয়ও যদি একই হারে বাড়ে, তাহলে প্রকৃত সঞ্চয় বা বিনিয়োগের জায়গা আর থাকে না। যাঁরা প্রতিবার বেতন বাড়লে জীবনযাত্রা উন্নত করার পরিবর্তে সঞ্চয়ে মনোযোগ দেন, তারাই ধীরে ধীরে সম্পদ গড়ে তুলতে পারেন। জীবন উপভোগ করা অবশ্যই জরুরি, কিন্তু প্রতিবার ‘স্বল্পমেয়াদি আনন্দ’-এর পেছনে ছুটলে ‘দীর্ঘমেয়াদি স্থিতি’ কখনোই আসে না। মধ্যবিত্তদের বড় একটি অংশের ধারণা—একটি ভালো চাকরিই জীবনের...