অঙ্গপ্রত্যঙ্গ প্রতিস্থাপনের জগতে এক যুগান্তকারী সাফল্যের খবর দিয়েছেন বিজ্ঞানীরা। দীর্ঘ এক দশকের গবেষণার পর কানাডা ও চীনের একদল গবেষক এমন এক ধরনের কিডনি তৈরি করতে সক্ষম হয়েছেন, যা যেকোনো রক্তের গ্রুপের মানুষের শরীরে প্রতিস্থাপন করা সম্ভব হতে পারে। এই “সর্বজনীন কিডনি” (Universal Kidney) প্রযুক্তি বাস্তব চিকিৎসায় প্রয়োগ করা গেলে কিডনি প্রতিস্থাপনের দীর্ঘ অপেক্ষার সময় অনেকটা কমে আসবে এবং অসংখ্য রোগীর প্রাণ বাঁচবে বলে আশা করছেন বিশেষজ্ঞরা। গবেষক দলটি পরীক্ষামূলকভাবে একটি কিডনি মস্তিষ্ক-মৃত এক ব্যক্তির দেহে প্রতিস্থাপন করেন, পরিবারের অনুমতি নিয়েই এ পরীক্ষা চালানো হয়। ফলাফলে দেখা গেছে, কিডনিটি প্রাথমিকভাবে কার্যকর ছিল এবং প্রতিরোধ ব্যবস্থা সেটিকে প্রত্যাখ্যান করেনি। বর্তমানে টাইপ ‘O’ রক্তের রোগীদের জন্য কিডনি পাওয়া সবচেয়ে কঠিন। কারণ এই রক্তের গ্রুপের রোগীরা কেবল টাইপ ‘O’ দাতার কিডনিই গ্রহণ করতে পারেন।...