এএমএম নাসির উদ্দিনের নির্বাচন কমিশন ‘চার ভাগ হয়ে গেছে’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নাসীরুদ্দীন পাটওয়ারী। দলটির এ মুখ্য সমন্বয়ক বলছেন, “ইসি চার ভাগ হয়ে রয়েছে; এর এক ভাগ নিয়ে গেছে আর্মি; বাকি তিন ভাগকে দলগুলো ভাগ করে নিয়েছে। “মাঠ পর্যায়ের প্রিজাইডিং অফিসার, সেখানেও আওয়ামী লীগের লোক। পুলিশেও কোনো পরিবর্তন আসেনি; ব্যবসায়ীদের কোনো নিরাপত্তা নেই। এমন পরিস্থিতিতে ফেব্রুয়ারিতে কীভাবে নির্বাচন হবে, সেটা আমাদের প্রশ্ন।” রোববার নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলে এনসিপির প্রতিনিধি দল। শাপলা প্রতীক বরাদ্দ দেওয়া সম্ভব না হওয়ায় তালিকা থেকে বিকল্প প্রতীক বাছাইয়ের শেষ সময় ছিল এদিন। নির্ধারিত সময়ে এনসিপি প্রতিনিধি দল লিখিত জবাব দিয়ে অনড় অবস্থান তুলে ধরেন। বৈঠকের বিষয়ে পাটওয়ারী বলেন, “গ্রহণযোগ্য নির্বাচনের জন্য গ্রহণযোগ্য ভোটার...