মৌসুমে দারুণ শুরুর পর পুরোপুরি যেন পথ হারিয়ে ফেলেছে ইউভেন্তুস। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচে ড্রয়ের পর, এবার আরও তেতো স্বাদ পেয়েছে দলটি। ঘরোয়া লিগে তাদেরকে হারিয়ে দিয়েছে কোমো। সেরি আয় রোববার প্রতিপক্ষের মাঠে ২-০ গোলে হেরেছে ইউভেন্তুস। দুই অর্ধে গোল দুটি হজম করেছে তারা। ম্যাচের চতুর্থ মিনিটে মার্ক-অলিভারের কাছ থেকে ভলিতে এগিয়ে যায় কোমো। পরে ৭৯তম মিনিটে নিজেদের সীমানা থেকে সতীর্থের বাড়ানো পাস ধরে অনেকটা এগিয়ে, ডি-বক্সে ঢুকে একজনকে কাটিয়ে বাঁকানো শটে ব্যবধান বাড়ান নিকো পাস। চলতি সেরি আয় কোমোর সাত ম্যাচে করা ৯ গোলের আটটিতেই জড়িয়ে পাসের নাম। আসরে যৌথভাবে সর্বোচ্চ চারটি গোল ও সর্বোচ্চ চারটি অ্যাসিস্ট করেছেন ২১ বছর বয়সী এই আর্জেন্টাইন মিডফিল্ডার। সাত ম্যাচে তিনটি করে জয় ও ড্রয়ে ১২ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে উঠেছে...