চলচ্চিত্র থেকে এখন অনেকটা দূরে থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত উপস্থিতি রাখেন চিত্রনায়িকা পূর্ণিমা। রূপালি পর্দায় না দেখা গেলেও তার ফেসবুক পোস্ট মানেই ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দু। এবার কোনো গ্ল্যামারাস ছবি নয়, বরং একটি আবেগঘন ও তীক্ষ্ণ বক্তব্যে আবারও আলোচনায় এসেছেন তিনি। রোববার (১৯ অক্টোবর) নিজের ফেসবুক পেজে পূর্ণিমা লিখেছেন, “মানুষের ভিড়ে কিছু মুখ থাকে, যাদের আমরা আপন ভেবে হৃদয়ের দরজা খুলে দিই। কিন্তু সময়ের কঠিন পরীক্ষায় টের পাই—তারা আসলে সম্পর্কের আবরণে লুকিয়ে থাকা বিষধর সাপ।” তার এই রূপকধর্মী লেখাটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। কেউ বিস্মিত, কেউবা একাত্মতা প্রকাশ করেছেন তার ভাবনায়। যখন মানুষ জীবনের সাফল্যের শিখরে আরোহন করে, তখন এরা মৌমাছির মতো চারপাশে গুনগুন করে ঘুরতে থাকে। প্রশংসার ফুলঝুরি ঝরিয়ে, সান্নিধ্যের ভান করে তারা আসলে নিজের স্বার্থের মধু সংগ্রহ করে।”...