১৯ অক্টোবর ২০২৫, ০৭:৪৭ পিএম | আপডেট: ১৯ অক্টোবর ২০২৫, ০৭:৫২ পিএম বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম বলেছেন, দুর্নীতি না থাকলে আজ দেশ সিঙ্গাপুর হতো। দেশে কোটি কোটি টাকা দুর্নীতি হয়, কিন্তু মানবসম্পদ উন্নয়নের জন্য কোনো পদক্ষেপ নেওয়া হয় না। অধিকার আদায়ের জন্য অনেকে জীবন দিচ্ছে, অথচ জাতি গঠনের কারিগর শিক্ষকদের ন্যূনতম সুযোগ-সুবিধাও দেওয়া হয় না। রোববার (১৯ অক্টোবর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের কনফারেন্স রুমে শারীরিকভাবে বিশেষ চাহিদাসম্পন্ন (ফিজিক্যালি চ্যালেঞ্জড) শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিবির সেক্রেটারি বলেন, শিক্ষাক্ষেত্রে বাজেট বরাদ্দ বাড়াতে হবে, যাতে গবেষণা ও শিক্ষা খাতে গুণগত উন্নতি সম্ভব হয়। পাশাপাশি সমাজে দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও নৈতিকতা চর্চা বাড়াতে হবে। দেশের উন্নয়নের জন্য মানবসম্পদকে যথাযথভাবে কাজে লাগানো জরুরি। এখন ব্যাংক...