হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইউনিভার্সিটি টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)। অবিলম্বে অগ্নিকাণ্ডের ঘটনায় সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দায়ীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের এই সংগঠনের নেতারা। রবিবার (১৯ অক্টোবর) ইউট্যাবের প্রেসিডেন্ট অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করা হয়েছে।আরো পড়ুন:আন্দোলনরত শিক্ষকদের ভুখা মিছিল৫৬ শতাংশ শিক্ষকের বাড়িভাড়া ১২ শতাংশের বেশি বাড়বে বিবৃতিতে ইউট্যাব নেতারা বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মতো একটি অতি গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থানে কার্গো ভিলেজে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ইউট্যাব গভীরভাবে উদ্বিগ্ন এবং তীব্র নিন্দা জানাচ্ছে। দেশের প্রধান প্রবেশদ্বার এবং অর্থনীতির লাইফলাইন হিসেবে পরিচিত এই আন্তর্জাতিক বিমানবন্দরে বারবার এমন দুর্ঘটনা, বিশেষ করে কার্গো ভিলেজের মতো গুরুত্বপূর্ণ স্থানে...