বিএনপিকে জুলাই গণঅভ্যুত্থানের বিপরীতে দাঁড় করানোর অপচেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, এই চেষ্টা কোনোভাবেই সফল হবে না। রোববার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “শুধু একটি রাজনৈতিক দলের নয়, সব রাজনৈতিক দল যারা ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক সংগ্রামে অবদান রেখেছে, তাদের অবদানের মধ্য দিয়েই জুলাই গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছে। মাত্র ৩৬ দিনের মধ্যে ফ্যাসিস্ট শাসকের পতন হয়নি, এটি ১৬ বছরের ধারাবাহিক আন্দোলন-সংগ্রামের ফলাফল।” সালাহউদ্দিন আরও বলেন, জুলাই অভ্যুত্থানে ৪২২ জন বিএনপি নেতাকর্মী নিজের জীবন উৎসর্গ করেছেন। দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনে বিএনপি যে ভূমিকা রেখেছে, সেই ত্যাগ ও রক্তদানের মাধ্যমেই আন্দোলন সফল হয়েছে। তিনি বলেন, নতুন প্রজন্মের জুলাই যোদ্ধারা কিছু ভুলভ্রান্তি করতে পারে, কিন্তু তাদেরকে সংশোধনের সুযোগ দেওয়া উচিত। “জুলাই গণঅভ্যুত্থানকে...