নির্বাচনে শুধু দল নয়, ব্যক্তিগত ভাবমূর্তিও বড় প্রভাব ফেলে বলে মন্তব্য করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি জহির রায়হান। তিনি বলেন, বিগত চারটি ছাত্র সংসদ নির্বাচন আমাদের নানা অভিজ্ঞতা দিয়েছে, যা বর্তমান প্রক্রিয়াকে নতুনভাবে ভাবতে বাধ্য করছে। শিক্ষার্থীদের সঙ্গে অল্প সময়ের মধ্যে যোগাযোগ স্থাপন করতে পেরেছি। সেই ফলাফলও সন্তোষজনক। রোববার (১৯ অক্টোবর) দুপুরে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম পর্যবেক্ষণ ও অগ্রগতি জানতে এবং নতুন কমিটি গঠনের জন্য নবীনদের জীবনবৃত্তান্ত সংগ্রহ করতে এসে বিশ্ববিদ্যালয়ের প্রেস কর্নারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জহির রায়হান। সংবাদ সম্মেলনে জহির রায়হান বলেন, ‘যেহেতু ছাত্রশিবির নিজেদের ইসলামি সংগঠন হিসেবে দাবি করে, সেহেতু ইসলামের সব নীতি মেনে চলা উচিত। নবী করিম (সা.) প্রকাশ্যে যুদ্ধ করেছেন, প্রকাশ্যে মক্কা বিজয় করেছেন কিন্তু তারা কখনো প্রকাশ্যে আসেন না। এটি...