জুলাই সনদ বাস্তবায়নে ‘আদেশ’ জারি এবং নভেম্বরের মধ্যে গণভোট আয়োজনসহ ৫ দফা দাবিতে চলমান আন্দোলনের চতুর্থ পর্বে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামীসহ সমমনা আটটি রাজনৈতিক দল। রোববার বিকালে জাতীয় প্রেসক্লাবে এক যৌথ সংবাদ সম্মেলনে আটটি দলের পক্ষে খেলাফত মজলিশের মহাসচিব আহমেদ আবদুল কাদের এই কর্মসূচি ঘোষণা করেন। এর অংশ হিসেবে ২০ অক্টোবর রাজধানী ঢাকায়, ২৫ অক্টোবর সকল বিভাগীয় শহরে, ২৭ অক্টোবর জেলা শহরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে দলগুলো। কর্মসূচি ঘোষণা করে আবদুল কাদের বলেন, “আগামী ২৭ অক্টোবরের মধ্যে দাবি না মানা হলে দেশব্যাপী বৃহত্তর আন্দোলনের ডাক দেয়া হবে ইনশাআল্লাহ।” গত ৩০ সেপ্টেম্বর থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, জাতীয় গণতান্ত্রিক...