রিনা (ছদ্মনাম) কাজ করেন ঢাকার একটি পোশাক কারখানায়। দিনভর মেশিনের শব্দ, টার্গেটের চাপ, ঘাম আর ক্লান্তির মধ্যেই তার দিন চলে যায়। কিন্তু একদিন ম্যানেজারের অশোভন আচরণে তার পৃথিবীটা হঠাৎ থমকে দাঁড়ায়। ভয়, লজ্জা আর অপমানে তিনি চুপসে যান। গুটিয়ে যান নিজের ভেতর। রিনার এ গল্প তার একার নয়। প্রায় প্রতিদিনই কেউ না কেউ এমন অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরছেন। পরিসংখ্যানের ভেতরে শঙ্কাবাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ২০১৮ সালের এক জরিপ বলছে, দেশের ৫ দশমিক ৫ শতাংশ নারী কর্মক্ষেত্রে যৌন হয়রানির শিকার হন। গার্মেন্টস, অনানুষ্ঠানিক খাত ও সেবাখাতের নারীরা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন। কিন্তু তাদের বেশিরভাগই এ নিয়ে কোনো অভিযোগ তোলেন না। কারণ তারা জানেন, অভিযোগ মানে চাকরি হারানোর ভয়, সহকর্মীর সন্দেহের চোখ, আর সমাজের দোষারোপ। হয়রানির রূপ বদলেছে, সচেতনতা কমযৌন হয়রানি মানে শুধু...