আমরা মনে করি, মুখের সঙ্গে হার্টের দূর দূরান্ত পর্যন্ত সম্পর্ক নেই কোনও। তবে চিকিৎসা বিজ্ঞান কিন্তু অন্য কথা বলছে। আমরা প্রায়ই মুখের নানা সমস্যাকে সাধারণ ডেন্টাল সমস্যা বলে উপেক্ষা করি। কিন্তু আপনি জানেন কি, মুখগহ্বরে কিছু সমস্যা আসলে হৃদরোগের আগাম সতর্কবার্তা হতে পারে?বিশেষজ্ঞদের মতে, হৃদপিণ্ড ও মুখের স্বাস্থ্য একে অপরের সঙ্গে ঘনিষ্ঠ ভাবে জড়িত। সাধারণত বুকে ব্যথা, শ্বাসের সমস্যা বা ক্লান্তিকেই হৃদরোগের লক্ষণ হিসেবে ধরা হয়। তবে বেশ কিছু লক্ষণ আমাদের মুখেই প্রকট হয়, যা আসলে এড়িয়ে যাই আমরা। আজ এমন কিছু মুখের সমস্যার কথা বলা হল এই নিবন্ধে, যা দেখেই আপনি হৃদরোগের পূর্বাভাস পেয়ে যেতে পারেন। ফলে আগে থেকেই সতর্ক হওয়া যাবে।মাড়ি ও দাঁতের স্বাস্থ্য দেয় হৃদরোগের পূর্বাভাস, এই লক্ষণগুলি দেখলে আগেভাগে সতর্ক হন!মাড়ি ও দাঁতের কিছু সমস্য়া দেখলে...