ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডের আগের দিন থেকেই আলোচনা ছিল মিরপুরের উইকেট নিয়ে। অনেকদিন পর ম্যাচের দিনও দেখা গেল কুচকুচে কালো উইকেট। প্রথম ওয়ানডেতে বাংলাদেশ জয় পেয়েছে ৭৪ রানে। তবে উইকেট নিয়ে বিতর্ক উঠেছে চরমভাবে। প্রশ্ন উঠছে, ওয়েস্ট ইন্ডিজকে হারালেও এমন উইকেটে খেলে ক্রিকেটের উন্নতি আসলে কতটা হচ্ছে? বাংলাদেশের এই উইকেট নিয়ে আশ্চর্য হতে দেখা গেছে, ধারাভাষ্যকার পারভেজ মাহরুফকেও। তাই এমন আলোচনা-সমালোচনার পর কি পরিবর্তন আসবে দ্বিতীয় ম্যাচের উইকেটে? মিরপুরের উইকেট বরাবরই স্পিন সহায়ক। বাংলাদেশ যখনই কঠিন সময়ের মধ্য দিয়ে যায়, প্রায় সময়ই মিরপুরে ঘুরে দাঁড়াতে দেখা যায় বাংলাদেশকে। এতে ফলাফলও পাওয়া হয়। আগের সিরিজগুলোতে উইকেটের রং এমন কালো থাকতো না। কিছুটা হলুদ ভাব দেখা যেত উইকেটে। এবার যেখানে ছেয়ে গেছে কালো রং। দুদিন বিরতি দিয়ে আগামী ২১ অক্টোবর মাঠে...