বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশের জাতীয় স্থিতিশীলতা ধ্বংস করার চেষ্টার মধ্যে পরপর অগ্নিকাণ্ডের ঘটনা বিএনপি ও জনগণকে উদ্বিগ্ন করেছে। তিনি প্রশ্ন তোলেন, বড় অগ্নিকাণ্ড কীভাবে সম্ভব হলো এবং ফায়ার সার্ভিসের গাড়ি বিমানবন্দর কর্তৃপক্ষ আটকে রাখছে—এটি কি কেবল প্রশাসনিক জটিলতা নাকি উদ্দেশ্যপ্রণোদিত ষড়যন্ত্র। রিজভী বলেন, “চট্টগ্রামেও একের পর এক আগুন লাগেছে। এগুলো কাকতালীয় নয়, এগুলো জাতিকে ভাবিয়ে তুলছে এবং নাশকতার অংশ হওয়ার সম্ভাবনা রয়েছে।” তিনি অভিযোগ করেন, দেশে স্থিতিশীলতা নষ্ট করার জন্য একটি মহল সচেষ্ট এবং ভারতের বিভিন্ন সময়ে সরাসরি বা পরোক্ষভাবে সহায়তা রয়েছে। ভারতের উদ্দেশ্য হলো বাংলাদেশে স্থিতিশীল সরকার প্রতিষ্ঠা না হওয়া। তিনি উদাহরণ হিসেবে উল্লেখ করেন, ২০১৪ সালের নির্বাচনে কোনো বড় রাজনৈতিক দল অংশ না নিলেও ভারতের কূটনীতিকরা এশরাদকে নির্বাচনে অংশ নিতে প্ররোচিত করেছিলেন, যা...