পশ্চিমবঙ্গের টলিউডে বাংলা সিনেমার জগতে আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন জয়ব্রত দাশের নতুন ছবি ‘দ্য অ্যাকাডেমি অফ ফাইন আর্টস’। অবশেষে ৫৪টি দৃশ্য পরিবর্তনের পর সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে ছবিটি। সেন্সর বোর্ডের নির্দেশে এই বিপুল পরিবর্তন ঘটায় ছবির মুক্তি বিলম্বিত হয়। মূলত সেন্সর ছাড়পত্র ও অ্যানিম্যাল পারমিশন পেতে দেরি হওয়ায় জুলাই মাসে নির্ধারিত মুক্তির তারিখ পিছিয়ে যায়। অবশেষে সব সংশোধন শেষে, অ্যাডাল্ট সার্টিফিকেটসহ আগামী ১৪ নভেম্বর ২০২৫ মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। পরিচালক জয়ব্রত দাশ কিন্তু এত পরিবর্তনে অসন্তুষ্ট নন। বরং আশ্চর্যভাবে তাঁর প্রতিক্রিয়া উল্টো ইতিবাচক। তিনি বলেন, “মাত্র ৫৪টা পরিবর্তন নিয়ে কোনও সমস্যা হয়নি। আমি আরও বেশি কাটের জন্য প্রস্তুত ছিলাম। সেন্সর বোর্ড যেভাবে পরামর্শ দিয়েছে, তা সবই যুক্তিসঙ্গত।” তবে কৌতূহল বাড়িয়েছে মুক্তির তারিখ—চিলড্রেনস ডে বা শিশু দিবসে একটি ‘অ্যাডাল্ট’ ছবি! সহ-প্রযোজক...