বাংলাদেশ ফুটবল লিগে এবার শুরু থেকে যেন সুবিধা করতে পারছে না দুই ঐতিহ্যবাহী আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং। প্রথম রাউন্ডের মতো দ্বিতীয় রাউন্ডেও জয় পায়নি দুই চিরপ্রতিদ্বন্দ্বী। কুমিল্লায় ব্রাদার্স ইউনিয়নের কাছে ২-১ গোলে হেরেছে আবাহনী লিমিটেড। গাজীপুরে পুলিশ এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বর্তমান চ্যাম্পিয়ন সাদা কালোরা। গত ২৬ ও ২৭ সেপ্টেম্বর প্রথম রাউন্ডের খেলা শেষে লম্বা বিরতি ছিল। আজ ২২ দিন পর আবার মাঠে গড়ালে সমর্থকদের হতাশই হতে হয়েছে। প্রথম ম্যাচে রহমতগঞ্জের বিপক্ষে গোলশূন্য ড্র করেছিল আবাহনী। ব্রাদার্সের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য ছিল তাদের। অথচ আকাশি-নীলদের ওপর দুই অর্ধেই দাপট দেখিয়েছে কমলা জার্সিধারীরা। ১১ বছর পর লিগে আবাহনীকে হারানোর স্বাদ দিয়েছে জামাল ভূঁইয়ারা। সবশেষ জয়টি এসেছিল ২০১৪ সালের এপ্রিলে। শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ম্যাচের চতুর্থ মিনিটে ব্রাদার্সকে এগিয়ে...