শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আসন্ন ছাত্র সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই বলে অভিযোগ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। রবিবার (১৯ অক্টোবর) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির সেক্রেটারি নাইম সরকার এ অভিযোগ করেন।আরো পড়ুন:অস্ত্র মামলায় বহিষ্কৃত ছাত্রের শাস্তি প্রত্যাহার দাবিতে শাবিপ্রবিতে মানববন্ধনশাবিপ্রবিতে ইনকিলাব মঞ্চের নেতৃত্বে হাফিজুল-হীরা অস্ত্র মামলায় বহিষ্কৃত ছাত্রের শাস্তি প্রত্যাহার দাবিতে শাবিপ্রবিতে মানববন্ধন তিনি বলেন, “আমরা শাকসু চাই। তবে বর্তমানে ক্যাম্পাসে লেভেল প্লেয়িং ফিল্ড নেই। সমান সুযোগ নিশ্চিত করে সেমিস্টার ফাইনালের পর শাকসুর কার্যক্রম শুরু করতে হবে। তাহলেই শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে নির্বাচনে অংশ নিতে পারবে।” তিনি আরো বলেন, “প্রশাসনের পক্ষপাতমূলক আচরণ, আবাসিক হলে সিট বরাদ্দে অনিয়ম, ক্যাম্পাসে নিরাপত্তাহীনতা ও রাজনৈতিক নিষেধাজ্ঞা শিক্ষার্থীদের অংশগ্রহণে বাধা সৃষ্টি করছে।” এ সময় সংগঠনটির পক্ষ থেকে সাত দফা...