দেশের বাজারে শাওমি ব্ল্যাকশার্ক ব্রান্ডের প্যাড ৭ মডেলের ট্যাবলেট বাজারে এনেছে দেশীয় কোম্পানি টেকটাইম। ব্ল্যাকশার্ক ব্র্যান্ডটি চীনা কোম্পানি শাওমির সাব-ব্র্যান্ড। এই ট্যাব-এর ডিজাইন ও বিভিন্ন ফিচার দৈনন্দিন ব্যবহারের জন্য উপযোগী বলে দবি করেছে টেকটাইম। এতে আছে ১১ ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে, যার রেজুলিউশন এফএইচডি+ বা ১৯২০ বাই ১২০০ পিক্সেল। আই-কেয়ার ফিচারওয়ালা এই ডিসপ্লের রিফ্রেশ রেট ৯০ হার্টজ। ট্যাচলেটটিতে মিডিয়াটেক হেলিও জি৮৮ চিপসেট ব্যবহার করেছে ব্রান্ডটি, যেটি মিড রেঞ্জ পারফরমেন্সের বলে পরিচিত। র্যাম অপশনে রয়েছে ওয়াইফাই সংস্করণ ৬জিবি ও ফোরজি সংস্করণের ৮ জিবি। এক্সটেন্ডেড র্যাম সাপোর্টে এটি ৮জিবি + ১৬জিবি পর্যন্ত করা যাবে। শাওমি ব্ল্যাকশার্ক প্যাড ৭-এর স্টোরেজ ১২৮ জিবি, যা মাইক্রো এসডি কার্ড দিয়ে এক টিবি পর্যন্ত বাড়ানো যাবে। ট্যাবলেটটির অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ১৫। স্লিম ডিজাইন ও লাইটওয়েট প্যাড ৭-এর...