রোববার (১৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ ভবনে মার্কেটিং বিভাগের কনফারেন্স রুমে শাখা শিবিরের আয়োজিত ‘অদম্য মেধাবী সংবর্ধনা-২০২৫’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি।সাদ্দাম বলেন, দেশের উন্নতির জন্য শিক্ষাখাতে বাজেট বাড়াতে হবে। যেখানে জিডিপির ৬ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দ দেওয়ার কথা, সেখানে ২ শতাংশও দেওয়া হয় না।তিনি বলেন, বাংলাদেশের সমসাময়িক স্বাধীন হওয়া অনেক দেশ এখন ইকোনমিক হাব হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। একটি দেশের জনগণকে জনশক্তিতে রূপান্তর করতে পারলে এবং দক্ষ করতে পারলেই উন্নতি সম্ভব। দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ করলে তবেই দক্ষ জনশক্তি তৈরি হবে। তখনই দক্ষতাসম্পন্ন মানুষদের মূল্যায়ন সম্ভব হয়।সাদ্দাম আরও বলেন, আমাদের প্রত্যাশা ছিল শিক্ষা কার্যক্রম বাড়ানো। কিন্তু এ দেশে কোটি কোটি টাকা দুর্নীতি হয় এ ব্যাপারে কারো নজর নেই। শিক্ষকদের সামান্য চাহিদা দিতে ব্যর্থ। বিগত সময়ে লাখ লাখ কোটি...